ভেঙেই যাচ্ছে বিশ্বসুন্দরীর ঘর?
- আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৪৭৮ বার পড়া হয়েছে
অভিষেক ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জন চলছেই বহুদিন৷ কেউ এই নিয়ে কোনও কথা স্পষ্ট করে বলছেন না৷ বচ্চন পরিবার বলিউডের খুবই ঐতিহ্যশালী পরিবার৷ শুধুমাত্র খ্যাতি বা সম্পত্তি নয়, তাঁদের জীবনধারার মধ্যে রয়েছে পুরনো দিনের মানসিকতা, যা এখনও পরিবারের সকলে বহন করে আসছে৷ ফলে সেই পরিবারে যদি ডিভোর্সের মতো ঘটনা ঘটে, তা কোনও ভাবেই যেন মেনে নেওয়া যাচ্ছে না৷
সেই কারণে আকার-ইঙ্গিতে কথা বলছেন পরিবারের সদস্যরা৷ অভিষেকের সঙ্গে ঐশ্বর্যের মতানৈক্য এবং অভিষেকের জীবনে অন্য নারীর উপস্থিতি নিয়ে অনেক কথা হয়েছে৷ এবার সরাসরি মুখ খুললেন অভিষেক৷ যা বলার তিনিই বলে দিলেন৷ যেন তাঁদের এই বিচ্ছেদের গুঞ্জন আর গুঞ্জন রইল না, সত্যিই প্রমাণিত হল৷
আঙুলে বিয়ের আংটি না থাকায় শুরু হয়েছিল জল্পনা৷ তাহলে কী অভিষেক-ঐশ্বর্যের মধ্যে আর সম্পর্ক ঠিক নেই৷ সেই থেকে একের পর এক পরিস্থিতিতে এক অন্যের পাশে না থাকা নিয়ে ক্রমাগত পরিস্থিতি জটিল হয়েছে৷
প্রথমে আম্বানি পরিবারের বিয়েতে বচ্চনদের সঙ্গে আসেননি ঐশ্বর্য৷ তিনি একা মেয়েকে নিয়ে আসেন৷ তাতে আরও জল্পনা উস্কে যায়৷ এরও আগে বাড়ির হোলিতে ছিলেন না ঐশ্বর্য৷ অভিষেক একাই ছিলেন বাবা-মা-বোনের সঙ্গে৷ এবার আবার মেয়ের জন্মদিনে অভিষেকের অনুপস্থিতিতে একেবারে এই গুঞ্জনে শিলমোহর পড়ল৷ তবে প্রশ্ন উঠছে মেয়েকেও এভাবে দূরে সরিয়ে দিলেন অভিষেক?
অভিষেক বললেন, আমি কারও জন্য পাল্টাতে পারব না৷ নিজের ছবি আই ওয়ান্ট টু টক ছবির প্রমোশনে এসে অভিষেক বলেন যে পরিবারের কাছ থেকে তিনি যা যা শিখেছেন তার মধ্যে দৃঢ়তা শব্দটি খুব গুরুত্বপূর্ণ৷
ফলে জীবন যত এগিয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে তিনি অনেক অভিজ্ঞ হয়েছেন, কিন্তু জীবনের শিখে আসা মূল্যবোধ তিনি বদলাতে পারবেন না৷ এমনকী তিনি এও বলেন যে কেউ খারাপ হলে আমিও খারাপ হব, এতো কোনও কথা হতে পারে না৷ কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেন জুনিয়র বচ্চন৷ কার দিকে ইঙ্গিত? সময়ই তা বলবে।