ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ (সোমবার, ২৫ নভেম্বর) বিকালে চেম্বার আদালত এ স্থগিতাদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনদিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।

হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও, মিরপুর, গাবতলী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন রিকশাচালকরা।

হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আজ (সোমবার, ২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা।

এর আগে ২০২৩ সালে ১৫ মে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা দেয়। ঘোষণার পরেই সড়কে আন্দোলনে নামে রিকশাচালকরা।

আন্দোলনের ৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দিলেও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তা আরও ভয়ংকর রূপ ধারণ করে। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ এই বাহন এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ঢাকায় মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ (সোমবার, ২৫ নভেম্বর) বিকালে চেম্বার আদালত এ স্থগিতাদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনদিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।

হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও, মিরপুর, গাবতলী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন রিকশাচালকরা।

হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আজ (সোমবার, ২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা।

এর আগে ২০২৩ সালে ১৫ মে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা দেয়। ঘোষণার পরেই সড়কে আন্দোলনে নামে রিকশাচালকরা।

আন্দোলনের ৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দিলেও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তা আরও ভয়ংকর রূপ ধারণ করে। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ এই বাহন এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।