সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ফের ৩ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ (সোমবার, ২৫ নভেম্বর) সকালে তাদের প্রত্যেককে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে বলেন, আন্দোলন দমনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালাতে সাবেক আইজিপি নির্দেশ দিয়েছেন, তাই তাকে পুনরায় রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে।
এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে চোখ রাঙানো, শুনানির সময় বাজে মন্তব্য করাসহ অশোভন আচরণ করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশে আসামিদের হয়রানি করা হচ্ছে।