ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টি-টোয়েন্টিতে এমন লজ্জা পায়নি কেউ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২২ সালের জুলাইতে আইসিসির সহযোগী দেশের সদস্যপদ পাওয়ার পর গত শনিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল আইভরি কোস্ট। সে ম্যাচে সিয়েরা লিওনের ১৮৯ রান তাড়ায় মাঠে নেমে মাত্র ২১ রানে গুটিয়ে গিয়েছিল আফ্রিকার দেশটি।

গতকাল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৭ রানে আউট হয়েছে দলটি! শুধু আন্তর্জাতিকই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে এত কম রানে গুটিয়ে যায়নি কেউ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইপর্বের সি গ্রুপের ম্যাচে গতকাল নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সেলিম সালাউয়ের সেঞ্চুরিতে (৫৩ বলে ১১২ রান) ৪ উইকেটে ২৭১ রানের পাহাড় গড়ে নাইজেরিয়া। জবাবে ৭.৩ ওভারে ৭ রান তুলতেই গুটিয়ে যায় আইভরি কোস্ট। ২৬৪ রানে হারের ম্যাচে আইভরি কোস্টের ৭ ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি ছিল ইসলে অফ মানের। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটি। চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে সব উইকেট হারিয়ে সে রেকর্ডে ভাগ বসায় মঙ্গোলিয়া। এবার লজ্জার এ রেকর্ড এককভাবে নিজেদের করে নিল আইভরি কোস্ট।

গতকাল লাগোসে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন নাইজেরিয়ার দুই ওপেনার সুলাইমন ও রানসেয়ে। দুজনের উদ্বোধনী জুটিতে ১২৮ রান পায় নাইজেরিয়া। ইনিংসের ১০ম ওভারের শেষ বলে সুলাইমন (২৯ বলে ৫০ রান) আউট হলেও সেঞ্চুরির পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন সেলিম সালাউ। শেষদিকে ইসাক ওকপের ২৩ বলে ৬৫ রানের ঝড়ে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া।

রান তাড়ায় ওপেনার ওউয়েত্তারা মোহামেদ ৪ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন। মজার বিষয়, এটাই আইভরিকোস্টের ব্যক্তিগত সর্বোচ্চ। এর বাইরে রানের খাতা খুলতে পেরেছেন আর মাত্র ৩ জন। প্রত্যেকেই করেছেন মোটে ১ রান করে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসেবে তৃতীয় বৃহত্তম পরাজয় বরণ করে আইভরি কোস্ট।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে এমন লজ্জা পায়নি কেউ

আপডেট সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

২০২২ সালের জুলাইতে আইসিসির সহযোগী দেশের সদস্যপদ পাওয়ার পর গত শনিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল আইভরি কোস্ট। সে ম্যাচে সিয়েরা লিওনের ১৮৯ রান তাড়ায় মাঠে নেমে মাত্র ২১ রানে গুটিয়ে গিয়েছিল আফ্রিকার দেশটি।

গতকাল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৭ রানে আউট হয়েছে দলটি! শুধু আন্তর্জাতিকই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে এত কম রানে গুটিয়ে যায়নি কেউ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইপর্বের সি গ্রুপের ম্যাচে গতকাল নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সেলিম সালাউয়ের সেঞ্চুরিতে (৫৩ বলে ১১২ রান) ৪ উইকেটে ২৭১ রানের পাহাড় গড়ে নাইজেরিয়া। জবাবে ৭.৩ ওভারে ৭ রান তুলতেই গুটিয়ে যায় আইভরি কোস্ট। ২৬৪ রানে হারের ম্যাচে আইভরি কোস্টের ৭ ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি ছিল ইসলে অফ মানের। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটি। চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে সব উইকেট হারিয়ে সে রেকর্ডে ভাগ বসায় মঙ্গোলিয়া। এবার লজ্জার এ রেকর্ড এককভাবে নিজেদের করে নিল আইভরি কোস্ট।

গতকাল লাগোসে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন নাইজেরিয়ার দুই ওপেনার সুলাইমন ও রানসেয়ে। দুজনের উদ্বোধনী জুটিতে ১২৮ রান পায় নাইজেরিয়া। ইনিংসের ১০ম ওভারের শেষ বলে সুলাইমন (২৯ বলে ৫০ রান) আউট হলেও সেঞ্চুরির পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন সেলিম সালাউ। শেষদিকে ইসাক ওকপের ২৩ বলে ৬৫ রানের ঝড়ে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া।

রান তাড়ায় ওপেনার ওউয়েত্তারা মোহামেদ ৪ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন। মজার বিষয়, এটাই আইভরিকোস্টের ব্যক্তিগত সর্বোচ্চ। এর বাইরে রানের খাতা খুলতে পেরেছেন আর মাত্র ৩ জন। প্রত্যেকেই করেছেন মোটে ১ রান করে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসেবে তৃতীয় বৃহত্তম পরাজয় বরণ করে আইভরি কোস্ট।