জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজউকের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এজন্য রাজউকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (সোমবার, ২৫ নভেম্বর) সকালে বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং ডিপার্টমেন্ট এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক প্ল্যানিং উইক ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বনায়ন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকির অভাব রয়েছে উল্লেখ করে বলেন, 'আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বন বিভাগের কোনো দায়িত্ব-কর্তব্য নেই।'
ফিটনেসবিহীন বাস প্রসঙ্গে বলেন, 'পরিবহন খাতের চাঁদাবাজি ও মালিকদের দৌড়াত্বের কারণেই রাজধানী থেকে ফিটনেসবিহীন বাস সরানো সম্ভব হচ্ছে না।'
এসময় তিনি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন প্রকল্প হাতে না নেয়ারও আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, একটা স্মার্ট সিটি গড়ে তুলতে হলে পরিকল্পনা করে আগাতে হয়। কিন্তু আমাদের শহর বিনির্মাণে কোনো প্ল্যান করা হয়নি। ৫৩ বছরেও দেশের শহরগুলোর সিভিল সিস্টেম ঠিক করা হয়নি। ফিটনেসবিহীন গণপরিবহন বন্ধে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিবেশের স্বার্থে তা বাস্তবায়নে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ সুবিধা দেয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।