আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ এক্সচেঞ্জের সমন জারি
- আপডেট সময় : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঘুষের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘুষের অভিযোগ এনে গত বুধবার গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে মামলা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মামলায় বলা হয়েছে, আদানি গ্রুপকে ৭৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার সঙ্গে তাঁরা জড়িত ছিলেন। এটি কোম্পানির ঘুষবিরোধী নীতি ও আইনের পরিপন্থী।
এ অভিযোগের ব্যাপারে গৌতম আদানিকে ২১ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্ট। এ ছাড়া মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের ওপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধ চেয়েছে।
এ ব্যাপারে মন্তব্য চেয়ে আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। কিন্তু আদানি গ্রুপের কোনো প্রতিনিধি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
তবে এর আগে এক বিবৃতিতে আদানি গ্রুপ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। আদানি গ্রুপের সিএফও বলেন, ‘অভিযোগ আদানি গ্রিন এনার্জির একটি চুক্তির সঙ্গে সম্পর্কিত। এটি আদানি গ্রুপের ব্যবসার মাত্র ১০ শতাংশ। এই গ্রুপের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।’
রয়টার্স জনিয়েছে, গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানিসহ আরও সাতজনের বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেডের একজন পরিচালকও আছেন এর মধ্যে।
নিউইয়র্কের আদালতে করা মামলার নথি থেকে জানা গেছে, কথিত ঘুষের ঘটনাগুলো ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ঘটেছে।
আদানি গ্রুপ জানিয়েছে, তারা ন্যায়বিচার পেতে আইনের দ্বারস্থ হবে।