অভিষেককে ডিভোর্স নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য?
- আপডেট সময় : ০১:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
ভাঙনের খবর আসতেই রীতিমতো চর্চায় ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনন। রীতিমতো কাঁটাছেড়া হচ্ছে তাঁদের দুজনকে নিয়ে। এরই মাঝে অভিনত্রীর একটি বার্তা ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি, হয়রানির প্রতিবাদে মাথা তুলে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন সব মেয়েদের।
L’Oréal Paris’ Stand Up Against Street Harasment Training Program-এর অংশ এটি। সেখানে ভিডিও বার্তায় রাই সুন্দরীক বলতে শোনা গেল, ‘রাস্তায় হয়রানি, কীভাবে মোকাবিলা করবেন? চোখ নীচে নামিয়ে নিলে হবে না। বরং এদের চোখে চোখ রাখুন। মাথা উঁচু রাখুন। আপনার শরীর, আপনার মূল্য, কখনোই এগুলোর সঙ্গে আপস করবেন না। কখনো নিজেকে নিয়ে সন্দেহ প্রকাশ করবন না। আপনার পোশাক, লিপস্টিককে দোষারোপ করবেন না ভুলেও! রাস্তায় হওয়া হয়রানি কখনোই আপনার দোষ নয়।’, সব মহিসাদের উদ্দেশে কড়া বার্তা দেন বচ্চন-বধূ।
ঐশ্বর্যর এই ভিডিয়ো এল তাঁর আর অভিষেক বচ্চনের ডিভোর্সের চর্চার মাঝেই। কয়েকমাস ধরেই বলিউডের আনাচে-কানাচে কান পাতলে এসবই শোনা যাচ্ছে। এটা শুরু হয় যখন আম্বানিদের ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়েতে পুরো বচ্চন পরিবার একসঙ্গে আসে। অমিতাভ-জয়া-অভিষেকের সঙ্গে শ্বেতা-নিখিল নন্দা ও তাঁদর দুই ছেলে মেয়ে নভ্যা আর অগস্ত্যকেও দেখা যায়। তবে ঐশ্বর্য কিন্তু আসেন শুধু মেয়ে আরাধ্যার সঙ্গে। এমনকী, শ্বশুরবাড়ির থেকে আলাদা আলাদাই ছিলেন তিনি। মাঝে মেয়ে-বউকে যোগ দিয়েছিলেন অভিষেক।
আপাতত কোনো অ্যাওয়ার্ড ফাংশন হোক বা ভ্যাকেশন, মা-মেয়েকেই দেখা যাচ্ছে! অভিষেক বরং গায়েব ফ্যামিলি ফোটো থেকে। নভেম্বরে বউ-মেয়েকেও জন্মদিনে শুভেচ্ছা জানাননি তিনি। ফলে রীতিমতো তোলপাড় সব জায়গা। এখন দেখার ভবিষ্যতে কী অপেক্ষা করে আছে এই দম্পতির ভক্তদের জন্য।
https://www.instagram.com/p/DCzZJ91okMF/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again