ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালাল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আজ মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া মেয়র ভিতালি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেও এ হামলা নিয়ে পোস্ট দিয়েছেন। টেলিগ্রামে ভিতালি লিখেছেন, ‘রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন দিক থেকে ড্রোনগুলো শহরে প্রবেশ করছে। আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহতে কাজ করছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একের পর এক বিস্ফোরণের শব্দ হচ্ছে। শব্দগুলো সম্ভবত বিমানপ্রতিরক্ষা ব্যবস্থার।’

মেয়র ভিতালি রয়টার্সকে বলেন, কিয়েভসহ এর আশেপাশের অঞ্চল আগে থেকেই বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকেই বিমান হামলার অ্যালার্ম বাজতে শুরু করে।

রুশ বাহিনীর এই সিরিজ হামলায় কিয়েভের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে গত বুধবার যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এ ছাড়া আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী।

পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব হামলার ব্যাপারে মস্কো তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও কয়েক দিন পরই কিয়েভে হামলা জোরদার করল রুশ বাহিনী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। আর শুরু থেকেই এ যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটোভুক্ত দেশসহ খোদ আমেরিকা। কোটি কোটি ডলারের সামরিক সহয়তা দিয়েছে।

দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া ইউক্রেনীয় নিহত হয়েছে লাখের বেশি।

বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বরং সময় যত গড়িয়েছে যুদ্ধের তীব্রতা তত বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালাল রাশিয়া

আপডেট সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আজ মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া মেয়র ভিতালি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেও এ হামলা নিয়ে পোস্ট দিয়েছেন। টেলিগ্রামে ভিতালি লিখেছেন, ‘রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন দিক থেকে ড্রোনগুলো শহরে প্রবেশ করছে। আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহতে কাজ করছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একের পর এক বিস্ফোরণের শব্দ হচ্ছে। শব্দগুলো সম্ভবত বিমানপ্রতিরক্ষা ব্যবস্থার।’

মেয়র ভিতালি রয়টার্সকে বলেন, কিয়েভসহ এর আশেপাশের অঞ্চল আগে থেকেই বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকেই বিমান হামলার অ্যালার্ম বাজতে শুরু করে।

রুশ বাহিনীর এই সিরিজ হামলায় কিয়েভের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে গত বুধবার যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এ ছাড়া আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী।

পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব হামলার ব্যাপারে মস্কো তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও কয়েক দিন পরই কিয়েভে হামলা জোরদার করল রুশ বাহিনী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। আর শুরু থেকেই এ যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটোভুক্ত দেশসহ খোদ আমেরিকা। কোটি কোটি ডলারের সামরিক সহয়তা দিয়েছে।

দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া ইউক্রেনীয় নিহত হয়েছে লাখের বেশি।

বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বরং সময় যত গড়িয়েছে যুদ্ধের তীব্রতা তত বেড়েছে।