ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে যে কোন মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দলের সিলেট বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জবাবদিহিমূলক সরকার গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেয়ার কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সিলেটে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে রাষ্ট্র মেরামতে ৩১ দফার নানা বিষয় তুলে ধরে মতামত দেন সিলেটের স্থানীয় নেতাকর্মীরা।

দিনভর কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফা নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্র মেরামতে একটি গাইডলাইন মাত্র। দেশকে এগিয়ে নিতে জবাবদিহিমূলক সরকার গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। গত কয়েকদিনের নানা ঘটনা তারই ইঙ্গিত দেয়।

বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে মানুষের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর থাকার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মানুষের আস্থা সমুন্নত রাখতে দলের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে’

আপডেট সময় : ১১:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে যে কোন মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দলের সিলেট বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জবাবদিহিমূলক সরকার গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেয়ার কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সিলেটে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে রাষ্ট্র মেরামতে ৩১ দফার নানা বিষয় তুলে ধরে মতামত দেন সিলেটের স্থানীয় নেতাকর্মীরা।

দিনভর কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফা নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্র মেরামতে একটি গাইডলাইন মাত্র। দেশকে এগিয়ে নিতে জবাবদিহিমূলক সরকার গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। গত কয়েকদিনের নানা ঘটনা তারই ইঙ্গিত দেয়।

বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে মানুষের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর থাকার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মানুষের আস্থা সমুন্নত রাখতে দলের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান।