ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৪ মাস পরও কাজে যোগ দেননি ১৮৭ পুলিশ সদস্য। পলাতক এসব পুলিশ সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিম গঠন করেছে পুলিশ। এরই মধ্যে বেতন বন্ধ হয়েছে তাঁদের। তাঁদের বিরুদ্ধে করা হচ্ছে মামলাও।

গত মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, এসব সদস্য পুলিশ বাহিনীতে নেই, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, যাতে বিদেশে পালাতে না পারেন, সেজন্য বাতিল হচ্ছে পলাতকদের অফিশিয়াল পাসপোর্টও।

পুলিশ সদর দপ্তর বলছে, পলাতকদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, ইনস্পেক্টর, এসআই, কনস্টেবলসহ প্রায় সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। প্রথমে বেতন-ভাতা বন্ধ এবং পরে তাঁদের বিরুদ্ধে করা হচ্ছে মামলা।

এ নিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর বলেন, ‘৫ আগস্টের পরে পুলিশের যেসব সদস্য যোগদান করেননি অর্থাৎ এখনো অনুপস্থিত রয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এবং এটি প্রক্রিয়াধীন।’

পলাতক পুলিশ কর্মকর্তাদের অনেকেই বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। আর কেউ যাতে পালাতে না পারেন, সেজন্য পলাতকদের অফিশিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এসব তথ্য জানান।

সরকার পরিবর্তনের পর সারা দেশে থানাসহ পুলিশের স্থাপনায় হামলা হয়। ভাঙচুর ও লুটপাট হয় অনেক থানায়।

নিউজটি শেয়ার করুন

পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা?

আপডেট সময় : ০১:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৪ মাস পরও কাজে যোগ দেননি ১৮৭ পুলিশ সদস্য। পলাতক এসব পুলিশ সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিম গঠন করেছে পুলিশ। এরই মধ্যে বেতন বন্ধ হয়েছে তাঁদের। তাঁদের বিরুদ্ধে করা হচ্ছে মামলাও।

গত মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, এসব সদস্য পুলিশ বাহিনীতে নেই, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, যাতে বিদেশে পালাতে না পারেন, সেজন্য বাতিল হচ্ছে পলাতকদের অফিশিয়াল পাসপোর্টও।

পুলিশ সদর দপ্তর বলছে, পলাতকদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, ইনস্পেক্টর, এসআই, কনস্টেবলসহ প্রায় সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। প্রথমে বেতন-ভাতা বন্ধ এবং পরে তাঁদের বিরুদ্ধে করা হচ্ছে মামলা।

এ নিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর বলেন, ‘৫ আগস্টের পরে পুলিশের যেসব সদস্য যোগদান করেননি অর্থাৎ এখনো অনুপস্থিত রয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এবং এটি প্রক্রিয়াধীন।’

পলাতক পুলিশ কর্মকর্তাদের অনেকেই বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। আর কেউ যাতে পালাতে না পারেন, সেজন্য পলাতকদের অফিশিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এসব তথ্য জানান।

সরকার পরিবর্তনের পর সারা দেশে থানাসহ পুলিশের স্থাপনায় হামলা হয়। ভাঙচুর ও লুটপাট হয় অনেক থানায়।