যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইসরাইল-লেবানন
- আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৭২২ বার পড়া হয়েছে
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ’র সঙ্গে আমেরিকার দেয়া যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মঙ্গলবার বৈঠকে বসবে ইসরাইলের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র সংবাদমাধ্যম সিএএন-কে জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভায় প্রস্তাবিত চুক্তিতে ভোটাভুটির পর এটি অনুমোদিত দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তেল আবিবে আইডিএফের সদর দপ্তরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকটি অন্তত রাত ৯টা পর্যন্ত চলবে।
গত রোববার রাতে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেন। সোমবার তার মুখপাত্র সিএনএন-কে জানান, ইসরাইলি মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তির বিষয়ে মঙ্গলবার ভোট দেবে এবং এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এ-ও স্বীকার করেছেন যে ইসরাইল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে।