লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরী ডুবে নিখোঁজ ১৬
- আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
লোহিত সাগরে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে অন্তত ১৭ জন নিখোঁজ হয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। মিশর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পর্যটকবাহী প্রমোদতরী ‘সী স্টোরি’ গত রোববার মিশরের পর্যটন শহর মারসা আলমের কাছের বন্দর থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ এটি বিপদ সংকেত পাঠায়। বৈরি আবহাওয়ার কারণে নৌযানটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
মিশরের রেড সী প্রদেশের গভর্নর অমর হানাফি জানান, ৩১ জন পর্যটক ও ১৪ জন ক্রু নিয়ে ‘সী স্টোরি’ ৫ দিনের ভ্রমণে বের হয়েছিল। বেঁচে যাওয়াদের মারসা আলমের দক্ষিণে ওয়াদি আল জেমাল এলাকায় খুঁজে পাওয়া যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর।
এ ঘটনায় মিশরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার প্রচেষ্টা জোরদার করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া উদ্ধারকারী দলগুলো টানা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
প্রমোদতরীটির ক্রুরা মিশরীয় ছিলেন বলে জানিয়েছে মারসা আলমের স্থানীয় পরিষদ। আর পর্যটকদের মধ্যে মার্কিন, ব্রিটিশ, স্প্যানিশ, জার্মান, স্লোভাকিয়ান, সুইস, পোলিশ, বেলজিয়ান, আইরিশ, ফিনিশ, নরওয়েজিয়ান ও চীনা নাগরিক ছিলেন।
ঠিক কীভাবে নৌযানটি ডুবে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতরা জানান, একটি ঢেউ নৌযানটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে রোববার ও সোমবার সামুদ্রিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল।