সেতুর অভাবে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
- আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের নাওজোড় এলাকায় তুরাগ নদীর উপরে একটি সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছে কয়েক গ্রামের মানুষ। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। সিটি করপোরেশনের পক্ষ থেকে সেতুটি নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় থেকে কাশিমপুর পর্যন্ত এই আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে বহু মানুষ। আশপাশে শিল্প কারখানা থাকায় অনেক শ্রমিক এই এলাকায় বাস করেন। তবে নাওজোড় থেকে কাশিমপুর পর্যন্ত সড়কটির মধ্যে থাকা তুরাগ নদীর উপরের সেতুটি অকেজো হয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের।
তারা জানান, বর্ষাকালে নৌকা দিয়ে চলাচল করা যায়। তবে শুষ্ক মৌসুমেবাঁশের সাঁকোই দুই পাড়ের মানুষের একমাত্র ভরসা। সিটি করপোরেশনের পক্ষ থেকে সেতু নির্মাণের আশ^াস দেয়া হলেও এ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে, নাওজোড় এলাকায় তুরাগ নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে নদীর দুই পাড়ের বাসিন্দারা।