ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

অস্কারে ইরানি নির্মাতার সিনেমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৩৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমাটিকে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন দিয়েছে জার্মানি। নিজ দেশ ইরান থেকে পালিয়ে আসার পর রাজনৈতিক আশ্রয়ে জার্মানি রয়েছেন রাসুলফ। ইরানের অন্যতম খ্যাতিমান পরিচালক হিসেবে রাসুলফকে ধরা হয়।

ক্যারিয়ারের শুরু থেকেই ইরান সরকারের সঙ্গে তার বনিবনা হয়ে ওঠেনি। ২০১০ সালে ইরানের আরেক পরিচালক জাফর পানাহির সঙ্গে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। পাশাপাশি তার সিনেমা নির্মাণের ওপর আরোপ করা হয় ২০ বছরের নিষেধাজ্ঞা। তার বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ আনা হয়। পরে সাজা এক বছর কমিয়ে দেওয়া হয় এবং তিনি জামিনে মুক্তি পান।

এরপর গোপনে রাসুলফ নির্মাণ করেন ‘দেয়ার ইজ নো এভিল’। ২০২০ সালে সিনেমাটি বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক জেতে। দেশের বাইরে যাওয়ার সুযোগ না থাকায় রাসুলফ নিজে পুরস্কার গ্রহণ করতে পারেননি।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নির্মাণাধীন একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে ৪১ জন নিহত হন। এ ঘটনার সমালোচনা করেন রাসুলফ। এ অপরাধে ওই বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন তিনি। গত বছর স্বাস্থ্যের অবনতি হলে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পান। কিন্তু ইরানি কর্তৃপক্ষ তাকে সরকারবিরোধী সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

এর মধ্যেই গোপনে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ নির্মাণ করেন রাসুলফ। ছবিটি চলতি বছর কান উৎসবে অফিশিয়াল মনোনয়ন পায়। সরকারের চাপের মুখেও কান থেকে ছবিটি প্রত্যাহার করে নেননি রাসুলফ। ফলে ইরান সরকার তাকে আট বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়।

সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী নির্মাতা জানিয়েছেন, ইরান কখনই এ ধরনের সিনেমা অস্কারে পাঠাত না। চলতি মাসেই সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে। লস অ্যাঞ্জেলেস ছবির প্রচারে হাজির হয়েছিলেন নির্মাতা।

এই নির্মাতা জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যত কঠিন সময়ই আসুক, তিনি সিনেমা নির্মাণ চালিয়ে যাবেন। তবে এ–ও জানান, ইরান তিনি খুব মিস করেন।

কয়েক বছর আগে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেন রাসুলফ। সেজন্য পদে পদে ইরান সরকারের বাধার মুখে পড়তে হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

অস্কারে ইরানি নির্মাতার সিনেমা

আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

এবার ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমাটিকে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন দিয়েছে জার্মানি। নিজ দেশ ইরান থেকে পালিয়ে আসার পর রাজনৈতিক আশ্রয়ে জার্মানি রয়েছেন রাসুলফ। ইরানের অন্যতম খ্যাতিমান পরিচালক হিসেবে রাসুলফকে ধরা হয়।

ক্যারিয়ারের শুরু থেকেই ইরান সরকারের সঙ্গে তার বনিবনা হয়ে ওঠেনি। ২০১০ সালে ইরানের আরেক পরিচালক জাফর পানাহির সঙ্গে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। পাশাপাশি তার সিনেমা নির্মাণের ওপর আরোপ করা হয় ২০ বছরের নিষেধাজ্ঞা। তার বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ আনা হয়। পরে সাজা এক বছর কমিয়ে দেওয়া হয় এবং তিনি জামিনে মুক্তি পান।

এরপর গোপনে রাসুলফ নির্মাণ করেন ‘দেয়ার ইজ নো এভিল’। ২০২০ সালে সিনেমাটি বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক জেতে। দেশের বাইরে যাওয়ার সুযোগ না থাকায় রাসুলফ নিজে পুরস্কার গ্রহণ করতে পারেননি।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নির্মাণাধীন একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে ৪১ জন নিহত হন। এ ঘটনার সমালোচনা করেন রাসুলফ। এ অপরাধে ওই বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন তিনি। গত বছর স্বাস্থ্যের অবনতি হলে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পান। কিন্তু ইরানি কর্তৃপক্ষ তাকে সরকারবিরোধী সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

এর মধ্যেই গোপনে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ নির্মাণ করেন রাসুলফ। ছবিটি চলতি বছর কান উৎসবে অফিশিয়াল মনোনয়ন পায়। সরকারের চাপের মুখেও কান থেকে ছবিটি প্রত্যাহার করে নেননি রাসুলফ। ফলে ইরান সরকার তাকে আট বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়।

সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী নির্মাতা জানিয়েছেন, ইরান কখনই এ ধরনের সিনেমা অস্কারে পাঠাত না। চলতি মাসেই সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে। লস অ্যাঞ্জেলেস ছবির প্রচারে হাজির হয়েছিলেন নির্মাতা।

এই নির্মাতা জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যত কঠিন সময়ই আসুক, তিনি সিনেমা নির্মাণ চালিয়ে যাবেন। তবে এ–ও জানান, ইরান তিনি খুব মিস করেন।

কয়েক বছর আগে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেন রাসুলফ। সেজন্য পদে পদে ইরান সরকারের বাধার মুখে পড়তে হয় তাকে।