রাজ্য সরকার পেঁয়াজ ও আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধের জেরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। এর আগে চলতি সপ্তাহের রোববার (২৪ নভেম্বর) স্লট বুকিং বন্ধ করে দেয় সরকার ফলে সোমবার (২৫ নভেম্বর) ও মঙ্গলবার (২৬ নভেম্বর) এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার সকালের দিকে ভারত থেকে পাঁচটি ট্রাকে ৩০ টন বাদাম, ৪৫ টন ভুট্টার বীজ ও ৫০ টন ঘাসের বীজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে। এরপরই সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় দেশটির ব্যবসায়ীরা। তবে একইদিন বাংলাদেশ থেকে ভারতে পাঁচ ট্রাকে ১২০ মেট্রিক টন চালের গুঁড়ার তেল রপ্তানি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিনিধি রাশেদ ইসলাম বলেন, 'আলু ও পেঁয়াজ রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়ায় ভারতের রপ্তানিকারকরা আজ সব পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের কাছে তাদের দাবি আলু ও পেঁয়াজের স্লট বুকিং খুললে তারা অন্য সব পণ্য রপ্তানি করবে নইতো বন্ধই থাকবে। যার কারণে আজকে দুপুরের পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়নি।'
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শহিদুল ইসলাম বলেন, 'ভারতের ব্যবসায়ীরা সে দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করে যাচ্ছে যাতে দ্রুত স্লট বুকিং কার্যক্রম শুরু হয়। তবে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ভারত অভ্যন্তরে পার্কিং আগের আলু ও পেঁয়াজ বোঝাই করা ৮০ থেকে ৯০ টি ট্রাক হিলি স্থলবন্দরে আমদানি হতে পারে। আর নতুন করে স্লট বুকিং দিলেই আগের মতো আবারো আলু ও পেঁয়াজ আমদানি হবে।'
এদিকে দুই দিন আমদানি বন্ধের সুযোগে বন্দরের আড়ত ও খুচরা বাজারে দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা আর কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।