পাকিস্তানে ৪ হাজারের বেশি ইমরান সমর্থক আটক
- আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশের পরিপ্রেক্ষিতে রাজধানী ইসলামাবাদকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে সরকার। রাজধানীর প্রবেশমুখ ও প্রধান স্থানগুলোতে বড় বড় কন্টেইনার ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাজার হাজার সমর্থককে আটক করেছে পুলিশ। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, পুলিশ এরই মধ্যে ইমরান খানের ৪ হাজরের বেশি নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে। তাদের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক সংবাদ সম্মেলনে জানান, ইসলামাবাদের রেড জোন এলাকায় পৌঁছালে পিটিআইয়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হবে। শহরের বাসিন্দা ও সম্পত্তি রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বর্তমান অসুবিধার জন্য পিটিআইকে দায়ী করেন তিনি।
এই মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
এমন পরিস্থিতিতে ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ ছাড়া সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।