আইপিএল ২০২৫ বাংলাদেশি প্লেয়ারদের কিনল না কেউ

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে

শেষ হল আইিপএল ২০২৫-এর মেগা নিলাম। দুদিনের নিলামে বিক্রি হল মোট ১৮২ জন ক্রিকেটার। ১০ দল মিলে খরচ করল ৬৪০ কোটি টাকা।
নিলাম ও রিটেনশন মিলিয়ে মোট দল পেল ২২৮ জন ক্রিকেটার। এত প্লেয়ারের মধ্যে শুধু দল পেল না একজনও বাংলাদেশি ক্রিকেটার।
আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় এবার নাম ছিল মোট ছিল ১২ জন বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু কোনও দল তাদের নিতে আগ্রহ দেখায়নি তাদের।
বাংলাদেশের ১২ ক্রিকেটারের মধ্যে নাম ছিল মুস্তাফিজ়ুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেনের মত তারকাদের। সবাই থাকলেন অবিক্রিত।
এমনকী শেষে যখন দ্রুত গতির নিলাম হয় সেখানেও কেউ বাংলাদেশি ক্রিকেটারদের তালিকায় রাখতেও কেউ আগ্রহ দেখায়নি।
ফলে এবারের আইপিএলে বাংলাদেশের আশা শেষ হলো। বাংলাদেশি ক্রিকেটারদের না নেওয়ার কী, রাজানৈতিক না অন্যকিছু? তা নিয়ে রয়েছে জল্পনা।