বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামিকে অব্যাহতি
- আপডেট সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
বড় পুকুরিয়া কয়লাখনির ১৫৮ কোটি টাকা দুর্নীতি মামলার তথ্যপ্রমাণ উপস্থাপন করতে না পারায় ১৮ বছর পর মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আবু তাহেরের আদালত তাদের অব্যাহতি দেন।
বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। এসময় আদালতে উপস্থিত হয়েছেন মামলার প্রধান দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের খালাস দেন আদালত।
এ মামলার ১৬ আসামির মধ্যে বিভিন্ন সময় মারা গেছেন ৯ জন ও একজন পলাতক আছেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, ‘এই মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার জন্য মামলাটি দায়ের করা হয়েছিল।’
মামলা থেকে অব্যাহতি পেয়ে আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তাদের হয়রানি করেছে। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মামলা, গুম খুন করেছে।