ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোনালদোকে ছাড়িয়ে মেসির পেছনে থেকে সেঞ্চুরি লেভানডফস্কির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানডফস্কি। গতকাল মঙ্গলবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের জয়ে জোড়া গোল করেন লেভানডফস্কি। নিজের প্রথম গোলেই সেঞ্চুরিতে পৌঁছে যান এই পোলিশ স্ট্রাইকার।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে ১০ মিনিটেই দলকে এগিয়ে নেন লেভানডফস্কি। পেনাল্টি থেকে গোল করে শততম গোলের ট্যালি পূর্ণ করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে গোলের সেঞ্চুরির পথে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি। পর্তুগিজ তারকার শততম গোল করতে যেখানে লেগেছিল ১৩৭ ম্যাচ, সেখানে ১২৫ ম্যাচেই এই কীর্তি গড়লেন তিনি।

অবশ্য সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলতে পারেননি লেভা। ১২৩ ম্যাচে মেসি বনে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ১০০ গোলের মালিক। জোড়া গোলে এদিন চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন লেভানডফস্কি (৫ ম্যাচে ৭ গোল)।

প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ব্রেস্তের জালে আরও দুইবার বল জড়ায় বার্সেলোনা। ৬৬ মিনিটে দানি অলমো এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে লেভানডফস্কি করেন নিজের দ্বিতীয় গোল। সহজ জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা।

একই রাতে আরও বড় ব্যবধানের জয় পেয়েছে আটালান্টা, বায়ার লেভারকুসেন, আর্সেনাল। ইয়াং বয়েজকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। রেড বুল সালজবুর্গকে ৫-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর লেভারকুসেন। আর স্পোর্টিং সিপিকে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল। রুবেন আমোরিম ক্লাব ছাড়ার পর চলতি মৌসুমে এই প্রথম হারলো স্পোর্টিং।

নিউজটি শেয়ার করুন

রোনালদোকে ছাড়িয়ে মেসির পেছনে থেকে সেঞ্চুরি লেভানডফস্কির

আপডেট সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানডফস্কি। গতকাল মঙ্গলবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের জয়ে জোড়া গোল করেন লেভানডফস্কি। নিজের প্রথম গোলেই সেঞ্চুরিতে পৌঁছে যান এই পোলিশ স্ট্রাইকার।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে ১০ মিনিটেই দলকে এগিয়ে নেন লেভানডফস্কি। পেনাল্টি থেকে গোল করে শততম গোলের ট্যালি পূর্ণ করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে গোলের সেঞ্চুরির পথে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি। পর্তুগিজ তারকার শততম গোল করতে যেখানে লেগেছিল ১৩৭ ম্যাচ, সেখানে ১২৫ ম্যাচেই এই কীর্তি গড়লেন তিনি।

অবশ্য সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলতে পারেননি লেভা। ১২৩ ম্যাচে মেসি বনে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ১০০ গোলের মালিক। জোড়া গোলে এদিন চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন লেভানডফস্কি (৫ ম্যাচে ৭ গোল)।

প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ব্রেস্তের জালে আরও দুইবার বল জড়ায় বার্সেলোনা। ৬৬ মিনিটে দানি অলমো এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে লেভানডফস্কি করেন নিজের দ্বিতীয় গোল। সহজ জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা।

একই রাতে আরও বড় ব্যবধানের জয় পেয়েছে আটালান্টা, বায়ার লেভারকুসেন, আর্সেনাল। ইয়াং বয়েজকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। রেড বুল সালজবুর্গকে ৫-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর লেভারকুসেন। আর স্পোর্টিং সিপিকে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল। রুবেন আমোরিম ক্লাব ছাড়ার পর চলতি মৌসুমে এই প্রথম হারলো স্পোর্টিং।