লেবাননের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
লেবাননের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরাইল। আজ (বুধবার, ২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোরে কার্যকর হবে এই যুদ্ধবিরতি।
বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্য দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।
শর্ত থাকবে, লেবাননের সামরিক বাহিনী যেন এই অঞ্চলে আর সক্রিয় না হতে পারে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি রয়েছে তার।
তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে কোন সহিংসতা দেখা গেলে সেটার জবাব দেয়া হবে। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরাইল।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। চলতি বছরের সেপ্টেম্বরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র বিরুদ্ধে লেবাননে পুরোদমে সেনা অভিযান শুরু করে আইডিএফ।