ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাইফুল হত্যার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৭

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকাল দিনভর সংঘর্ষের পর থমথমে অবস্থা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায়। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কড়া পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে অনেককে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করেছে পুলিশ।

গেল রাতে নগরীর কোতোয়ালিতে যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। এর আগে রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় যুবলীগের ৬ নেতাকে আটক করে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১ টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর সাবের আহমদের বাসায় অবস্থান করছিল।

রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নেয়। গোপন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

এদিকে আজ বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক থেকে জানানো হয় ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও ২১ জনকে আটক করেছে সিএমপি। চট্টগ্রাম বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাইফুল হত্যার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৭

আপডেট সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

গতকাল দিনভর সংঘর্ষের পর থমথমে অবস্থা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায়। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কড়া পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে অনেককে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করেছে পুলিশ।

গেল রাতে নগরীর কোতোয়ালিতে যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। এর আগে রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় যুবলীগের ৬ নেতাকে আটক করে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১ টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর সাবের আহমদের বাসায় অবস্থান করছিল।

রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নেয়। গোপন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

এদিকে আজ বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক থেকে জানানো হয় ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও ২১ জনকে আটক করেছে সিএমপি। চট্টগ্রাম বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।