সৌদিতে রাতারাতি ধনকুবের ৫ ভারতীয়
- আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
সৌদি আরবের জেদ্দায় দু’দিন ধরে চলল আইপিএল মেগা নিলাম। ভারতীয় ক্রিকেটারদের নিয়েই চলেছে টানাটানি। রাতারাতি ধনকুবের হয়েছেন ৫ ভারতীয়। এবার দেখে নেয়া যাক কে কত টাকায় বিক্রি হলো।
যুজবেন্দ্র চাহাল
২০১১ সাল থেকে চাহাল খেলছেন আইপিএল। ১৬০ ম্য়াচে ২০৫ উইকেট নিয়ে তিনিই লিগের শীর্ষ উইকেটশিকারি। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ভারতীয় স্পিনার ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। এরপর ২০১৪-২০২১ পর্যন্ত তিনি খেলেন আরসিবি-তে। তারপরে চলে আসেন রাজস্থান রয়্য়ালসে। যদিও এবার রাজস্থান সঞ্জু স্য়ামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেলকে। চাহালকে ছেড়ে দেয় রাজস্থান। পঞ্জাব কিংস ১৮ কোটি টাকায় চাহালকে নিল! আজ পর্যন্ত কোনও ভারতীয় স্পিনার এত টাকা পাননি আইপিএলে। পন্থের মতো চাহালও লিখলেন আইপিএল ইতিহাস। ১৭৭% অ্যাপ্রেজাল হয়েছে তাঁর!
অর্শদীপ সিং
আইপিএল অভিষেকের পর থেকে, অর্শদীপ সিং কখনও অন্য় কোনও দলের হয়ে খেলেননি। ভারতীয় পেসার সেই দলের সর্বাধিক উইকেটশিকারি। ১৯ উইকেট পেয়েছেন তিনি। কিন্তু প্রীতি জিন্টার টিম তাঁকে ছেড়ে দিয়েছিল। আইপিএল নিলামে অর্শদীপ সিং ছিলেন প্রথম ক্রিকেটার। তাঁরে রাইট-টু-ম্য়াচ কার্ড খেলে পঞ্জাব ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। আরটিমএমের নতুন নিয়ম অনুযায়ী অর্শদীপকে নেওয়ার জন্য় সানরাইজার্স হায়দরাবাদকে দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্জাব সেই দামেই অর্শদীপকে নিতে রাজি হয়।
ভেঙ্কটেশ আইয়ার
নিলামের আগে কেকেআর সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছিল শাহরুখ খানের টিম। তবে তারা ছেড়ে দিয়েছিল ৬ ফুট ৪ ইঞ্চির স্টার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে! কেকেআর ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ১৫ জন ক্রিকেটারকে কিনেছে। ভেঙ্কটেশকে ফেরাতেই তারা ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে! এই অঙ্কে ভেঙ্কটেশকে কেকেআরে দেখে অনেকই চমকেছেন। ১০ বছর পর কলকাতায় এসেছে আইপিএল ট্রফি। সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২, ২০১৪ সালের পর ফের ২০২৪ সালে আইপিএল চ্য়াম্পিয়ন শাহরুখের ফ্র্য়াঞ্চাইজি। গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছেন ভেঙ্কটেশ। ৩৭০ রান করেছেন ১৫৮.৮০-র স্ট্রাইক রেটে। তাঁর গড় ছিল ৪৬.২৫। এমনকী ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসও খেলেছেন তিনি। ২০২১ সাল থেকে কেকেআরের সংসারে ভেঙ্কি। তাঁকে রেখেই দিল নাইটরা।
শ্রেয়স আইয়ার
এবার আসা যাক শ্রেয়স আইয়ারের কথায়। গতবার কেকেআরকে আইপিএল ট্রফি জিতিয়ে ছিলেন! আর তাঁকেই বাদ দিয়ে দিল কেকেআর! শ্রেয়সকে আইপিএল রিটেনশিন লিস্টে না দেখে অনেকেই চমকে ছিলেন! প্রশ্ন উঠেছিল শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? যদিও ফ্র্য়াঞ্চাইজি জানিয়ে দেয় যে, শ্রেয়স নিজেই নাকি থাকতে চাননি। গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি। শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। শ্রেয়স নিজেকে নিলামে তুলছেন। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার। শ্রেয়াস যে নিলামে দাম পাবেন তা, আগেই জানা গিয়েছিল, তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় নিল সেই পঞ্জাবই।
ঋষভ পন্থ
দিল্লি ক্য়াপিটালস নিলামের আগে ধরে রেখেছিল অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে। দিল্লি ছেড়ে দেয় তাদের অধিনায়ক পন্থকে দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ নিজেকে তুলেছিলেন নিলামে। তাঁকে নেওয়ার জন্য় যে ঝড় উঠবে তা আগেই জানা গিয়েছিল, ক্রিকেটের যে কোনও সংস্করণেই ঋষভ আগুনে পারফর্মার। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ব্য়াট হাতে ও উইকেটের পিছনে তিনি নিজেই আজ বিরাট নাম। এহেন ক্রিকেটারকে নিতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে ফেলেছে! ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে এলএসজি ২৭ কোটি টাকা দিয়ে শুধু পন্থকেই নিয়েছে! গতবছর কেকেআর মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। স্টার্ক এতদিন পর্যন্ত ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু সেই তকমা এখন পন্থে। আইপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে আজ পর্যন্ত কোনও ক্রিকেটারই এত টাকা পাননি। যা করে দেখালেন পন্থ। ২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা ঋষভ বিক্রি হলেন ১৩ গুনেরও বেশি দামে!