ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান সংকট এড়াতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে বিএনপি। বর্তমান সমস্যা যাতে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সেই তাগিদও দিয়েছে দলটি। আজ (বুধবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির ছয় শীর্ষ নেতা। এসময় দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত দুইদিনে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের কথা জানাতে দলটির মহাসচিবসহ ছয় শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার বাসভবনে। সন্ধ্যা ৬টার আগেই প্রথমে যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এরপর একে একে উপস্থিত হন নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

৬টার পরপরই শুরু হয় বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয় এবং বিভাজন যাতে সৃষ্টি না হয়, প্রধান উপদেষ্টাকে সেই তাগিদের কথা জানানো হয় দলটির তরফ থেকে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, বিনষ্টকারীরা যাতে দেশের শান্তি নষ্ট করতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান করেছেন তারা।

এরপর গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, ‘চলমান সংকটে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’

প্রেস সচিব জানান, চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান বিএনপির

আপডেট সময় : ১১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চলমান সংকট এড়াতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে বিএনপি। বর্তমান সমস্যা যাতে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সেই তাগিদও দিয়েছে দলটি। আজ (বুধবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির ছয় শীর্ষ নেতা। এসময় দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত দুইদিনে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের কথা জানাতে দলটির মহাসচিবসহ ছয় শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার বাসভবনে। সন্ধ্যা ৬টার আগেই প্রথমে যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এরপর একে একে উপস্থিত হন নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

৬টার পরপরই শুরু হয় বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয় এবং বিভাজন যাতে সৃষ্টি না হয়, প্রধান উপদেষ্টাকে সেই তাগিদের কথা জানানো হয় দলটির তরফ থেকে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, বিনষ্টকারীরা যাতে দেশের শান্তি নষ্ট করতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান করেছেন তারা।

এরপর গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, ‘চলমান সংকটে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’

প্রেস সচিব জানান, চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছে বলেও জানান তিনি।