এখন দেশ গড়ার পালা : তারেক রহমান
- আপডেট সময় : ১১:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে, এখন দেশ গড়ার পালা। বৃহস্পতিবার লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী দিনে পেশাদার খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী তৈরি করার প্রত্যয়ের কথা জানান তারেক রহমান।
২০১৫ সাল থেকে শুরু হওয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সমাপনী আয়োজন করা হয় লালমনিরহাট জেলায়। স্থানীয় আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রংপুর মহানগর ও পঞ্চগড় জেলা বিএনপি ফুটবল দল। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু করা হয়। শুধু চিকিৎসক, প্রকৌশলী বা মেধাভিত্তিক পেশাদার নয়; আন্তর্জাতিক মানের খেলোয়ার ও সাংস্কৃতিক কর্মী গড়ে তোলার জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিন, রাজনৈতিক বক্তব্য না দিলেও স্বৈরাচার মুক্ত পরিবেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান।
নিজ নিজ এলাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে আরো বেগবান করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।