কারও ফাঁদে পা দিয়ে বিভাজন নয়, দরকার জাতীয় ঐক্য: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
কারও পাতা ফাঁদে পা দিয়ে বিভাজন তৈরি না করে জাতীয় ঐক্য গড়ার মাধ্যমকে বিপ্লবকে সংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে। কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে অনৈক্য সৃস্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তারা যেকোনো সময় ফিরে আসতে পারে। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।’
এছাড়া ইসকন নিয়ে ষড়যন্ত্র করে একটি মহল পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।
লেখক, কবিদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি, এখন পারবেন না, এটা ঠিক না। জনগণকে সঠিক তথ্য দিন।