জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যবস্থা নিন: জামায়াতের আমীর
- আপডেট সময় : ১১:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছে জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সবাই একমত হয়েছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করতে তাঁর সরকারি বাসভবনে যান জামায়াতে ইসলামীর আমীরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াত নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃংখলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠক শেষে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের আমীর। তিনি বলেন, দেশবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, ন্যুনতম সংস্কার করে দ্রুত নির্বাচনে যাওয়া উচিত।