ডিসেম্বরে শুরু হচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল
- আপডেট সময় : ০৩:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আগামী (রোববার ১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। জাহাজ মালিক কর্তৃপক্ষ বলছে, নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে অস্থিরতা চলমান। এতে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আপাতত বন্ধ রয়েছে।
চলতি মৌসুমে শুধু কক্সবাজার শহরের ননিয়ার ছড়া জেটি ঘাট থেকে জাহাজ চলাচল করবে। এখন পর্যন্ত শুধু ‘কেয়ারি সিনবাদ’ জাহাজ পর্যটক পরিবহণের অনুমতি পেয়েছে। গত ১৯ নভেম্বর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করে। সিদ্ধান্ত অনুযায়ী, সেন্ট মার্টিন ভ্রমণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে।
ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে গঠিত কমিটি। পর্যটক ও অনুমোদিত জাহাজে পলিথিন ব্যাগ ও ওয়ানটাইম প্লাস্টিকের পণ্য পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।
পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন, তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্ট্রারে সংরক্ষণ করা হবে। আইন কানুন না মানলে গুণতে হতে হবে জেল-জরিমানা।