ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৮২ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৪০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন, ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ২ জন ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া ১ জন বরিশাল বিভাগের ও ১ জন খুলনা বিভাগের বাসিন্দা।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে ২২১, ঢাকা উত্তর সিটিতে ১৭১, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, খুলনা বিভাগে ১০৯ জন। রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে ৬৩.২০ শতাংশ পুরুষ এবং ৩৬.৮০ শতাংশ নারী। এছাড়া মৃত ৪৮২ জনের মধ্যে ৫১.৫ শতাংশ নারী এবং ৪৮.৫ শতাংশ পুরুষ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩২৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বাইরে ২ হাজার ২৩ জন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৮২ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৪০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন, ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ২ জন ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া ১ জন বরিশাল বিভাগের ও ১ জন খুলনা বিভাগের বাসিন্দা।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে ২২১, ঢাকা উত্তর সিটিতে ১৭১, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, খুলনা বিভাগে ১০৯ জন। রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে ৬৩.২০ শতাংশ পুরুষ এবং ৩৬.৮০ শতাংশ নারী। এছাড়া মৃত ৪৮২ জনের মধ্যে ৫১.৫ শতাংশ নারী এবং ৪৮.৫ শতাংশ পুরুষ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩২৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বাইরে ২ হাজার ২৩ জন।