দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চট্টগ্রামের আইনজীবীরা
- আপডেট সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির আন্দোলনে সংঘর্ষে আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা।
সরেজমিনে দেখা যায়, কর্মবিরতি পালন করছেন জেলার আইনজীবীরা। আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করতে দেখা যায়নি আইনজীবীদের। আদালত চত্বরে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া বাদ জোহর কোর্ট হিল মসজিদে মিলাদ মাহফিলে এবং দুপুর দুইটায় শোক মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এদিকে আদালত চত্বরে নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
অন্যদিকে আইনজীবী হত্যার ঘটনায় বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করেছে আইনজীবী সমিতি।
এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। এ ঘটনার পর গতকাল বুধবার কর্মবিরতি পালন করেন জেলার আইনজীবীরা।