ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাতারাতি ফেমাস হতেই নগ্ন দিব্যা প্রভা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জল করেছেন পায়েল কাপাডিয়া ও ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। গ্রাঁ প্রি সম্মান জিতেছে এই ছবি। তবে ভারতে মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্ক ঘিরে ধরল এই ছবিকে। ছবির একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ায় রীতিমতো হইচই। ঘটনা নিয়ে নীরবতা ভেঙেছেন পায়েলের ছবির নায়িকা দিব্যা প্রভা। দিব্যা এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন। রাতারাতি ফেমাস হতেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন, দিব্যার কপালে জুটেছে এমন অপবাদও। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘খ্যাতি অর্জনের জন্য নগ্ন হওয়ার দরকার নেই’। পায়েল কাপাডিয়া পরিচালিত এই ছবিতে দিব্যা মালয়ালি নার্স, অনুর চরিত্রে অভিনয় করেছেন।

দুবাইয়ে পরিচালক থামার কেভির আসন্ন ছবির সেট থেকেই মনের কথা বলেন দিব্যা। অভিনেত্রী বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক। তবে আমি যখন এই চরিত্রে নাম লিখিয়েছিলাম তখনই কেরালার একাংশের মানুষের কাছ থেকে এমন সাড়া আশা করেছিলাম। আমরা এমন একটি সম্প্রদায় যারা ইয়োর্গোস লান্থিমোসের মতো চলচ্চিত্র নির্মাতাদের উদযাপন করি এবং এমনকি সেই অভিনেত্রীকেও উদযাপন করি যিনি এই চলচ্চিত্রে অভিনয় করে অস্কার জিতেছেন। তবে আমরা মালয়ালি মহিলাদের এই ধরণের চরিত্রে দেখতে অভ্যস্থ নই, সেক্ষেত্রে অসহিষ্ণু। আমি এটা দেখে খুশি যে কিছু মানুষ, বিশেষ করে পুরুষরা এই আইনের বিরোধিতা করেছেন। এ থেকে বোঝা যায়, বর্তমান প্রজন্মের মধ্যে অনেক আশা রয়েছে।’

তিনি বলেন, ‘যারা ফাঁস হওয়া ভিডিওগুলি শেয়ার করেছে তারা জনসংখ্যার ১০ শতাংশ, এবং আমি তাদের মানসিকতা বুঝতে পারি না। মালয়ালিরাও কেন্দ্রীয় বোর্ডের অংশ ছিলেন, যা আমাদের ছবিটির অনুমোদন দিয়েছিলেন। একজন অভিনেতা হিসাবে, আমি এমন স্ক্রিপ্টগুলি বাছাই করি যা সম্পর্কে আমি নিশ্চিত এবং আমি অল উই ইমাজিন অ্যাজ লাইট-এ আমার চরিত্রটি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত ছিলাম। কেউ কেউ আমার সমালোচনা করে বলেছেন, আমি খ্যাতির জন্যই নগ্ন দৃশ্যটি করেছি। আমি বেশ কয়েকটি পুরস্কার জিতেছি এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রের অংশও হয়েছি। খ্যাতি অর্জনের জন্য আমার নগ্ন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

এই ছবিতে দিব্যার পাশাপাশি অভিনয় করেছেন কানি কুশ্রুতি, ছায়া কদম এবং হৃধু হারুন। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স জিতে নেয় এবং প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে এই পুরস্কার লাভ করে। অল উই ইমাজিন অ্যাজ লাইট ইন্দো-ফরাসি যৌথ প্রযোজনায় তৈরি।

নিউজটি শেয়ার করুন

রাতারাতি ফেমাস হতেই নগ্ন দিব্যা প্রভা

আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জল করেছেন পায়েল কাপাডিয়া ও ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। গ্রাঁ প্রি সম্মান জিতেছে এই ছবি। তবে ভারতে মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্ক ঘিরে ধরল এই ছবিকে। ছবির একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ায় রীতিমতো হইচই। ঘটনা নিয়ে নীরবতা ভেঙেছেন পায়েলের ছবির নায়িকা দিব্যা প্রভা। দিব্যা এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন। রাতারাতি ফেমাস হতেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন, দিব্যার কপালে জুটেছে এমন অপবাদও। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘খ্যাতি অর্জনের জন্য নগ্ন হওয়ার দরকার নেই’। পায়েল কাপাডিয়া পরিচালিত এই ছবিতে দিব্যা মালয়ালি নার্স, অনুর চরিত্রে অভিনয় করেছেন।

দুবাইয়ে পরিচালক থামার কেভির আসন্ন ছবির সেট থেকেই মনের কথা বলেন দিব্যা। অভিনেত্রী বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক। তবে আমি যখন এই চরিত্রে নাম লিখিয়েছিলাম তখনই কেরালার একাংশের মানুষের কাছ থেকে এমন সাড়া আশা করেছিলাম। আমরা এমন একটি সম্প্রদায় যারা ইয়োর্গোস লান্থিমোসের মতো চলচ্চিত্র নির্মাতাদের উদযাপন করি এবং এমনকি সেই অভিনেত্রীকেও উদযাপন করি যিনি এই চলচ্চিত্রে অভিনয় করে অস্কার জিতেছেন। তবে আমরা মালয়ালি মহিলাদের এই ধরণের চরিত্রে দেখতে অভ্যস্থ নই, সেক্ষেত্রে অসহিষ্ণু। আমি এটা দেখে খুশি যে কিছু মানুষ, বিশেষ করে পুরুষরা এই আইনের বিরোধিতা করেছেন। এ থেকে বোঝা যায়, বর্তমান প্রজন্মের মধ্যে অনেক আশা রয়েছে।’

তিনি বলেন, ‘যারা ফাঁস হওয়া ভিডিওগুলি শেয়ার করেছে তারা জনসংখ্যার ১০ শতাংশ, এবং আমি তাদের মানসিকতা বুঝতে পারি না। মালয়ালিরাও কেন্দ্রীয় বোর্ডের অংশ ছিলেন, যা আমাদের ছবিটির অনুমোদন দিয়েছিলেন। একজন অভিনেতা হিসাবে, আমি এমন স্ক্রিপ্টগুলি বাছাই করি যা সম্পর্কে আমি নিশ্চিত এবং আমি অল উই ইমাজিন অ্যাজ লাইট-এ আমার চরিত্রটি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত ছিলাম। কেউ কেউ আমার সমালোচনা করে বলেছেন, আমি খ্যাতির জন্যই নগ্ন দৃশ্যটি করেছি। আমি বেশ কয়েকটি পুরস্কার জিতেছি এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রের অংশও হয়েছি। খ্যাতি অর্জনের জন্য আমার নগ্ন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

এই ছবিতে দিব্যার পাশাপাশি অভিনয় করেছেন কানি কুশ্রুতি, ছায়া কদম এবং হৃধু হারুন। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স জিতে নেয় এবং প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে এই পুরস্কার লাভ করে। অল উই ইমাজিন অ্যাজ লাইট ইন্দো-ফরাসি যৌথ প্রযোজনায় তৈরি।