গাজীপুরে গাড়ি পোড়ানোর মামলায় তারেক রহমানকে খালাস
- আপডেট সময় : ১১:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৪০ বার পড়া হয়েছে
গাজীপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন তারেক রহমান। একই মামলায় গাজীপুরের বিএনপি-জামায়াতের আরো ৬০ নেতাকর্মী অব্যাহতি পেয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে তৎকালীন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম মামলাটি দায়ের করেন। এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানার সাইনবোর্ডে কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়।
বিবাদী পক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন, ‘এজাহারে তারেক রহমানের নাম ছিল না। মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার ঘটনার সাথে বিবাদীদের কোন সম্পৃক্ততা না থাকায় এ রায় ঘোষণা করেন।’
এর আগে, গত ২৪ নভেম্বর একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করার অভিযোগ অপর একটি মানহানী ও রাষ্ট্রদ্রোহ মামলা থেকে গত ২৪ অক্টোবর দুটি মামলায় আদালতের রায়ে তারেক রহমান খালাস পেয়েছিলেন।