দুই দিনের সফরে কাজাখস্তানে পুতিন

- আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৩৯১ বার পড়া হয়েছে

কাজাখস্তানে দুই দিনের সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। বুধবার কাজাখস্তানে পৌঁছেছেন তিনি। মধ্য এশিয়ার দেশটির সাথে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের সাথে বৈঠক করবেন পুতিন। এছাড়া কাজাখস্তানের রাজধানী আস্তানায় মস্কো-নেতৃত্বাধীন সিএসটিও নিরাপত্তা জোটের একটি বৈঠকেও অংশ নেবেন তিনি।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত জুনে ভিয়েতনাম ও উত্তর কোরিয়া সফর করেছেন পুতিন। ভিয়েতনামে সফরের একদিন আগে পিয়ংইয়ং পৌঁছান পুতিন। সে সময় বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান কিম।
২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই ছিল পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে।
এছাড়া গত সেপ্টেম্বরে মঙ্গোলিয়ায় সফর করেন প্রেসিডেন্ট পুতিন। পাঁচ বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটোরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়। সেখানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন।