ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আসছে ‘তীব্র’ শীত, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন বাংলাদেশ থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে রয়েছে। আগামীকাল শনিবার সকালের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু পার হতে পারে এই নিম্নচাপ। এর পরই বাংলাদেশে তীব্র শীত জেঁকে বসতে পারে। আর ডিসেম্বরে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ।

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গভীর নিম্নচাপের প্রভাবে আগামী দুই দিন সারা দেশের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভবনা বেশি। তবে লাগাতার বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, নিম্নচাপটি অতিক্রমের পর সারা দেশে শীত জেঁকে বসবে। ডিসেম্বর মাসে সারা দেশের একাধিক শৈত্যপ্রবাহ আসবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আজ সকালে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেক ১৬০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেক ১৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের অধিকংশ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আসছে ‘তীব্র’ শীত, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন বাংলাদেশ থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে রয়েছে। আগামীকাল শনিবার সকালের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু পার হতে পারে এই নিম্নচাপ। এর পরই বাংলাদেশে তীব্র শীত জেঁকে বসতে পারে। আর ডিসেম্বরে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ।

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গভীর নিম্নচাপের প্রভাবে আগামী দুই দিন সারা দেশের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভবনা বেশি। তবে লাগাতার বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, নিম্নচাপটি অতিক্রমের পর সারা দেশে শীত জেঁকে বসবে। ডিসেম্বর মাসে সারা দেশের একাধিক শৈত্যপ্রবাহ আসবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আজ সকালে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেক ১৬০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেক ১৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের অধিকংশ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।