ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইতালিতে ১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দূতাবাসে আবেদনের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধন প্রক্রিয়ার কারণে ইতালিতে থাকা ১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে আপাতত এই সুযোগ ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস।

দালাল চক্রের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালিসহ ইউরোপের অনেক দেশে পাড়ি জমান অনেকে। কেউ কেউ পাসপোর্ট সঙ্গে নিলেও করলেও নির্দিষ্ট দেশে পৌঁছে ফেলে দেন পাসপোর্ট। পরে নিজের বয়স কমিয়ে আবেদন করেন বৈধতার।

এখানেই বাধে বিপত্তি। বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধনের অভাবে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এতে করে অনেকেরই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে।

এমন পরিস্থিতিতে শুধু ইউরোপ নয়, ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বে সব দেশে থাকা প্রবাসীরাই সেখানে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিজের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন। এমনকি বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত তথ্য সংশোধন বা পরিবর্তনের সুবিধার বিধান থাকায় সবচেয়ে বেশি খুশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কারণ ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে থাকা দুই লাখের বেশি বাংলাদেশির মধ্যে অন্তত কয়েক হাজার অবৈধ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

একজন অবৈধ বাংলাদেশি প্রবাসী বলেন, ‘পাসপোর্টের সমস্যার কারণে আমরা আগে ইতালিতে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতাম না। এখন বাংলাদেশ সরকার যাদের পাসপোর্টের সমস্যা আছে তাদের জন্য পাঁচ বছরের সংশোধন করার সুযোগ দিয়েছে। এতে আমরা খুব আনন্দিত।’

ইতোমধ্যেই প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের কাজ শুরু করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস।

রোম-ইতালি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক বলেন, ‘এখন এনআইডি ছাড়াও জন্মনিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমেও তথ্য সংশোধন করা যাবে। কোনো ব্যক্তির তথ্য সংশোধনের প্রয়োজন হলে মাতা-পিতার নাম, তার নামসহ বয়স পাঁচ বছর পর্যন্ত সংশোধন করতে পারবে জন্মনিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে।’

নির্দিষ্ট সময় পর বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে আপাতত কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে ১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ

আপডেট সময় : ০২:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

দূতাবাসে আবেদনের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধন প্রক্রিয়ার কারণে ইতালিতে থাকা ১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে আপাতত এই সুযোগ ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস।

দালাল চক্রের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালিসহ ইউরোপের অনেক দেশে পাড়ি জমান অনেকে। কেউ কেউ পাসপোর্ট সঙ্গে নিলেও করলেও নির্দিষ্ট দেশে পৌঁছে ফেলে দেন পাসপোর্ট। পরে নিজের বয়স কমিয়ে আবেদন করেন বৈধতার।

এখানেই বাধে বিপত্তি। বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধনের অভাবে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এতে করে অনেকেরই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে।

এমন পরিস্থিতিতে শুধু ইউরোপ নয়, ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বে সব দেশে থাকা প্রবাসীরাই সেখানে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিজের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন। এমনকি বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত তথ্য সংশোধন বা পরিবর্তনের সুবিধার বিধান থাকায় সবচেয়ে বেশি খুশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কারণ ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে থাকা দুই লাখের বেশি বাংলাদেশির মধ্যে অন্তত কয়েক হাজার অবৈধ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

একজন অবৈধ বাংলাদেশি প্রবাসী বলেন, ‘পাসপোর্টের সমস্যার কারণে আমরা আগে ইতালিতে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতাম না। এখন বাংলাদেশ সরকার যাদের পাসপোর্টের সমস্যা আছে তাদের জন্য পাঁচ বছরের সংশোধন করার সুযোগ দিয়েছে। এতে আমরা খুব আনন্দিত।’

ইতোমধ্যেই প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের কাজ শুরু করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস।

রোম-ইতালি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক বলেন, ‘এখন এনআইডি ছাড়াও জন্মনিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমেও তথ্য সংশোধন করা যাবে। কোনো ব্যক্তির তথ্য সংশোধনের প্রয়োজন হলে মাতা-পিতার নাম, তার নামসহ বয়স পাঁচ বছর পর্যন্ত সংশোধন করতে পারবে জন্মনিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে।’

নির্দিষ্ট সময় পর বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে আপাতত কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছন সংশ্লিষ্টরা।