কক্সবাজার-সেন্টমার্টিন রুটে রোববার থেকে চলবে পর্যটকবাহী জাহাজ
- আপডেট সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ৩৮৪ বার পড়া হয়েছে
এবার যাত্রী সংকটের কারণে পিছিয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল। আগামী রোববার থেকে এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। নানা বিধিনিষেধের কারণে এবার পর্যটকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তায় এই খাত সংশ্লিষ্টরা। এদিকে, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করেই পর্যটন নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মিয়ানমারে চলমান সহিংসতার কারণে গত মার্চ মাস থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। পরে দ্বীপের পরিবেশ রক্ষায় এই রুটে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। পর্যটন সংশ্লিষ্ট ও দ্বীপবাসীর অসন্তোষের জেরে গত ১৯শে নভেম্বর মন্ত্রাণালয় নতুন নির্দেশনা জারি করে সরকার।
সে অনুযায়ী ২৮শে নভেম্বর কক্সবাজার থেকে ‘কেয়ারী সিন্দাবাদ’ নামে একটি পর্যটনবাহী জাহাজ সেন্টমার্টিনে যাওয়ার কথা ছিলো। তবে যাত্রী সংকটে জাহাজটি যায়নি। আগামী রোববার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সেন্টমার্টিনে যাতায়াত সীমিতকরণ, জাহাজ চলাচলে সরকারি নির্দেশনার কারণে অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ী ও দ্বীপবাসী।
পলিথিন এবং দূষণমূক্ত সেন্টমার্টিন প্রতিষ্ঠার লক্ষ্যেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানালেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী । আগামী সপ্তাহেই সেন্টমার্টিন পর্যটক মুখর হয়ে উঠবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের।