ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ারি দিল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন,পশ্চিমা দেশগুলো পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে তাঁর দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করা শুরু করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘ইরানের ৬০ শতাংশের চেয়ে বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইচ্ছা নেই। এটি এখন আমাদের সংকল্প।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলতে চাই যে, এই সমস্যার মর্যাদাপূর্ণ সমাধানে আসার জন্য আমরা সহযোগিতার পথ বেছে নিয়েছি।’

তবে পশ্চিমা শক্তিধর দেশগুলো ইরানের ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। কারণ, ৬০ শতাংশ পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ পরিশুদ্ধতা প্রয়োজন হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক অস্ত্র রাখার বিরুদ্ধে ফতোয়া কেবল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বাতিল করতে পারেন। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থায় পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে একটি আন্তর্জাতিক চুক্তি হবার পর দেশটির পরমাণু সংক্রান্ত কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছিল । কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে এর কার্যকারিতা কমে যায়।

তারপর থেকে ইরানের পরমাণু সংক্রান্ত কার্যক্রম জোরদার হয়েছে। রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ২০২১ সালের এপ্রিলে ইরানকে চুক্তিতে ফেরাতে আবারও আলোচনা শুরু করে। তবে তা ব্যর্থ হয়।

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারের বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে ইরান। উৎপাদনসক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এতে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইরানের।

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ারি দিল ইরান

আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন,পশ্চিমা দেশগুলো পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে তাঁর দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করা শুরু করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘ইরানের ৬০ শতাংশের চেয়ে বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইচ্ছা নেই। এটি এখন আমাদের সংকল্প।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলতে চাই যে, এই সমস্যার মর্যাদাপূর্ণ সমাধানে আসার জন্য আমরা সহযোগিতার পথ বেছে নিয়েছি।’

তবে পশ্চিমা শক্তিধর দেশগুলো ইরানের ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। কারণ, ৬০ শতাংশ পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ পরিশুদ্ধতা প্রয়োজন হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক অস্ত্র রাখার বিরুদ্ধে ফতোয়া কেবল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বাতিল করতে পারেন। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থায় পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে একটি আন্তর্জাতিক চুক্তি হবার পর দেশটির পরমাণু সংক্রান্ত কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছিল । কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে এর কার্যকারিতা কমে যায়।

তারপর থেকে ইরানের পরমাণু সংক্রান্ত কার্যক্রম জোরদার হয়েছে। রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ২০২১ সালের এপ্রিলে ইরানকে চুক্তিতে ফেরাতে আবারও আলোচনা শুরু করে। তবে তা ব্যর্থ হয়।

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারের বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে ইরান। উৎপাদনসক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এতে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইরানের।