‘মনোনয়ন বাণিজ্যের মাধ্যম চিহ্নিত করা গেলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব’
- আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের মাধ্যম চিহ্নিত করার মাধ্যমে নির্বাচন অনেকটা সুষ্ঠু করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন একদিনের বিষয় নয়, শুরু হয় ভোটার তালিকা হালনাগাদে মধ্যে দিয়ে।’
তিনি বলেন, ‘সরকার সদাচরণ না করলে শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। গেল কয়েকটি নির্বাচনে যারা কারচুপিসহ অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এক্ষেত্রে সবার আগে আইনের আওতায় আনা উচিত পূর্বে গঠিত কমিশনগুলোকে।
ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘সব নাগরিকদের এনআইডি নিশ্চিত হলে সেখান থেকেই ভোটার তালিকা প্রণয়ন করা যাবে। আলাদা তালিকার প্রয়োজন হবে না।’
তিনি বলেন, ‘নির্বাচনসহ সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সংস্কার না করেই নির্বাচন হলে পূর্বের পরিস্থিতি তৈরি হবে। নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের মাধ্যম চিহ্নিত করার মাধ্যমে নির্বাচন অনেকটা সুষ্ঠু করা সম্ভব।’