ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড। প্রায় ১ বছর পর টেস্ট দল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড। সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেডে একমাত্র দিবারাত্রির টেস্টে তাকে পাবে না অজিরা। টেস্টে অভিষেক না হওয়া শন এবট ও ব্রেন্ডেন ডকেট ডাক পেয়েছেন দলে।
গেল অ্যাশেজ সিরিজের পর দলে ফিরছেন আরেক পেসার স্কট বোল্যান্ড। ঘরের মাঠে ৬ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন এই পেসার। হ্যাজেলউডের পরিবর্তে দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তিনি।