বিদ্যুতে কুইক রেন্টাল আইন বাতিল করে অধ্যাদেশের গেজেট জারি
- আপডেট সময় : ০৯:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ বাতিল করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ গেজেট প্রকাশ করা হয়।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে আইন বাতিলের গেজেট দু-দিন আগে প্রকাশ হলেও আজ (শনিবার, ৩০ নভেম্বর) বিষয়টি সম্পর্কে জানা গেছে।
এতে বলা হয়, এই অধ্যাদেশ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হবে। যা অবিলম্বে কার্যকর হবে।
আইনটি বাতিল হওয়ার আগে এ আইনের আওতায় সম্পাদিত চুক্তি বা সম্পাদিত চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গৃহীত হবে বলে জানানো হয়।
এছাড়াও উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকবে অথবা নিষ্পন্ন করতে হবে যেন উক্ত আইন রহিত হয় নাই; এবং সরকার জনস্বার্থে উক্ত আইনের অধীন গৃহীত কোনো কার্যক্রম পর্যালোচনা করার অধিকার সংরক্ষণ করবে ও উক্ত কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
এর আগে গত ২০ নভেম্বর ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অন্যদিকে ১৪ নভেম্বর ‘বিদ্যুৎ ও জ্বালানি আর গত ১৪ নভেম্বর ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর ধারা ৬(২) ও ধারা ৯ হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেন।