সাকিবকে বাদ রেখেই দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি
- আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
সাকিব আল হাসান টেস্ট এবং টি২০ ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে সংস্করণ থেকে এখনো অবসর নেননি। তবে বাংলাদেশের জার্সি গায়ে তার ওয়ানডে খেলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো বিসিবির সিদ্ধান্তে।
আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে সাকিবকে ছাড়াই দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সূত্র জানিয়েছে, নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় নাম নেই সাকিবের। কারণ হিসেবে জানা গেছে, সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে।
শর্তগুলো ছিল, বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক বোর্ড কর্মকর্তা জানান, আমাদের মনে হয়েছে নানা কারণে এ মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি, সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগ খেলা আর জাতীয় দলের হয়ে খেলা এক জিনিস নয়। সে কারণেই আমরা মনে করেছি, সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে।
এর আগে ৬, ৯ ও ১১ নভেম্বর শারজায় অনুষ্ঠিত তিন ওয়ানডের সিরিজেও খেলেননি সাকিব। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামে সাংবাদিকদের বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারলো না, এর পর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। পরের সিরিজে (আফগানিস্তান) তার খেলার সম্ভাবনা কম। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে। এছাড়াও তার বিরুদ্ধে শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগও আনা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়াও সাকিব এবং তার স্ত্রী শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।