‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে’
- আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১১ রান। যা লাহোরে পাকিস্তানের বিপক্ষে করেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে নিগার সুলতানা জ্যোতিরা ১৬৭ রানের বেশি কখনো তাড়া করে জিততে পারেনি। আজ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৪ রানের লক্ষ্যে জয় পেয়ে বাংলাদেশের মেয়েরা রেকর্ড গড়েছে।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এমন জয় প্রসঙ্গে অধিনায়ক জ্যোতি বলেন, আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে।
ম্যাচশেষে সিরিজ জয়ের চেয়ে দুই পয়েন্ট( ওয়ানডে সুপার লিগ) পাওয়াকে বড় করে দেখছেন জানিয়ে জ্যোতি বলেন, ‘সিরিজ জয় তো অবশ্যই ভালো টিমের জন্য মোমেণ্টাম পাওয়া, কিন্তু পয়েন্ট টাই এখন আমাদের কাছে ফ্যাক্ট এখন। কারণ আপনারা জানেন (সরাসরি বিশ্বকাপ খেলা)। দুইটা পয়েন্ট আরও বেশি পেলাম এটার জন্য আরও বেশি খুশি।’
রেকর্ড রান তাড়া করে জিততে পেরে উচ্ছ্বসিত জ্যোতি বলেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দলটা দেখেন, অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।”
৩৯ বলে ৪০ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন জ্যোতি। এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন,’হ্যা হঠাৎ অবাক হয়েছি,আমার কাছে মনে হয়েছে পিংকি আপু হবে। হঠাৎ বলেছে (আমি) হয়েছি। এটা আসলে তেমন কিছু না দলের জয়ে অব্দান রাখতে পেরেছি এজন্য খুশি, কিন্তু শেষ করতে পারলে ভালো লাগত।’
সিরিজ জয় হয়ে গিয়েছে, এবার আইরিশদের হোয়াটওয়াশ করার সঙ্গে ২ পয়েন্ট অর্জন লক্ষ্য জ্যোতির,’আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারিনি। কখনো কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’