ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ২ হাজার কোটি ডলারের ক্ষতি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের কারণে ২ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থ ও বাণিজ্যমন্ত্রী আমিন সালাম। শুক্রবার (২৯ নভেম্বর) আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিন সালাম এই তথ্য জানান। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়েছে লেবানন-ইসরায়েলের মধ্যে।

যুদ্ধবিরতির শর্তানুযায়ী, ইসরায়েল পর্যায়ক্রমে ব্লু লাইন ডি ফ্যাক্টো সীমান্তের দক্ষিণে তার বাহিনী প্রত্যাহার করবে। লেবাননের সেনাবাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন করা হবে। চুক্তি বাস্তবায়নের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তত্ত্বাবধান করবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৯৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১৪ লাখ মানুষ।

আমিন সালাম বলেন, গত ১৭ সেপ্টেম্বর উত্তেজনা বৃদ্ধির আগে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার। সে সময় মূলত পর্যটন ও কৃষি প্রভাবিত হয়েছিল। তবে ব্যাপক বাস্তুচ্যুতি, অবকাঠামোগত ক্ষতি এবং পর্যটন খাত পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এছাড়া তীব্র আক্রমণের ফলে প্রায় ৫ লাখ লেবানিজ তাদের চাকরি হারিয়েছেন।

দেশ পুনর্গঠনের বিষয়ে আমিন সালাম অবকাঠামো পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ২ হাজার কোটি ডলারের ক্ষতি

আপডেট সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের কারণে ২ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থ ও বাণিজ্যমন্ত্রী আমিন সালাম। শুক্রবার (২৯ নভেম্বর) আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিন সালাম এই তথ্য জানান। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়েছে লেবানন-ইসরায়েলের মধ্যে।

যুদ্ধবিরতির শর্তানুযায়ী, ইসরায়েল পর্যায়ক্রমে ব্লু লাইন ডি ফ্যাক্টো সীমান্তের দক্ষিণে তার বাহিনী প্রত্যাহার করবে। লেবাননের সেনাবাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন করা হবে। চুক্তি বাস্তবায়নের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তত্ত্বাবধান করবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৯৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১৪ লাখ মানুষ।

আমিন সালাম বলেন, গত ১৭ সেপ্টেম্বর উত্তেজনা বৃদ্ধির আগে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার। সে সময় মূলত পর্যটন ও কৃষি প্রভাবিত হয়েছিল। তবে ব্যাপক বাস্তুচ্যুতি, অবকাঠামোগত ক্ষতি এবং পর্যটন খাত পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এছাড়া তীব্র আক্রমণের ফলে প্রায় ৫ লাখ লেবানিজ তাদের চাকরি হারিয়েছেন।

দেশ পুনর্গঠনের বিষয়ে আমিন সালাম অবকাঠামো পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।