গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, নতুন বাংলাদেশের কোনো ধরনের বিভাজন থাকবে না। কোনো জনপ্রতিনিধি মানুষের উপর খবরদারি করবে না। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবে। যারা দলের সঙ্গে আছে তাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক বলেন, মানুষ প্রত্যাশা করে তাদের পাশে যেন থাকি, নেতাকর্মীদের সময় দিচ্ছি। কোনো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হবে না। আন্তর্জাতিক পর্যায়ে গণ অধিকার পরিশোধ চেনে। এলাকার মানুষের সাপোর্ট না করে অন্য নেতার সাপোর্ট করেন। তাদের বাড়িতে যেতে পারবেন? আমার পাকের ঘর পর্যন্ত যেতে পারবেন।
গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈমসহ গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।