নিলামে ৭৪ কোটির (৬২ লাখ ডলার) বেশি টাকায় কেনা সেই ভাইরাল শিল্পকর্মের কলা খেয়ে ফেলেছেন চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান। গত সপ্তাহে এই শিল্পকর্মটি কিনেছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কলাটি খেয়ে জাস্টিন সান বলেছেন, ‘এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো’। সান এই কলা খাওয়ার উপলক্ষে হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনে কলাটি খান তিনি।
গত সপ্তাহে ধূসর রঙের স্কচটেপ লাগানো ‘কমেডিয়ান’ শিরোনামের শিল্পকর্মটি ৬২ লাখ ডলারে বিক্রি হয়। ২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন ইতালির শিল্পী মাউরিজিও কাতেলান।
যখনই কোনো প্রদর্শনীতে এই ‘শিল্পকর্মটি’ নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হতো। প্রদর্শনীতে ব্যবহৃত সবশেষ কলাটি নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে ( বাংলাদেশি মুদ্রায় ৪২ টাকা) এই কলা কেনা হয়েছে। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন।
এর আগেও এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট ও দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন।
https://twitter.com/i/status/1862513736801808497