গ্রেনেড হামলা মামলায় শীর্ষ নেতাদের মুক্তিতে বিএনপির আনন্দ মিছিল
- আপডেট সময় : ১১:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ শীর্ষ নেতারা খালাস পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে বিএনপি। মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছিলো জানিয়ে দলটির নেতারা বলছেন পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির ওপর চাপিয়েছিল আওয়ামী লীগ। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশাও করেন তারা।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতারা মুক্তি পেলেন। এই খবরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। বিকাল ৪টায় বিজয় মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিকেলে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে জান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এসময় তিনি জানান শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আদালত থেকে প্রায় সব মামলা খারিজ হয়ে যাচ্ছে। সবগুলো এখনো হয় নি। তাই আমরা আশাবাদী যেকোনো সময় উনি বাংলাদেশে ফেরত আসবে।
এর আগে সকালে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ছিলো। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির ওপর চাপিয়েছিল।
মির্জা আব্বাস বলেন, ‘একটা বিদেশি শক্তি এ অপকর্মটা করে দেশনেত্রী খালেদা ও একমাত্র চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল এবং একটা মিথ্যা গল্প তৈরি করে সে গল্পের ওপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল।’
রায়ের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই করা হয়েছিলো রাজনৈতিক উদ্দেশে।