ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ১৩৯৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে প্রথমে তেজগাঁও থানায় এরপর ডিবিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান।

মুন্নী সাহাকে শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে আটক করা হয়। এরপর রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

জানা যায়, কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হলে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। পরে তেজগাঁও থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এরআগে, গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে মুন্নী সাহাসহ ৭ সাংবাদিককে আসামি করা হয়।

টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজ-এ দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।

এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা এই টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের একটি প্লাটফর্মের উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে প্রথমে তেজগাঁও থানায় এরপর ডিবিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান।

মুন্নী সাহাকে শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে আটক করা হয়। এরপর রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

জানা যায়, কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হলে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। পরে তেজগাঁও থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এরআগে, গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে মুন্নী সাহাসহ ৭ সাংবাদিককে আসামি করা হয়।

টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজ-এ দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।

এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা এই টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের একটি প্লাটফর্মের উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি।