ভারতের তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে সৈকতে আছড়ে পড়তে (ল্যান্ডফল) শুরু করেছে ঘূর্ণিঝড় ফিনজাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আঘাত হানার ৩-৪ ঘণ্টা এটি সৈকত এলাকায় তাণ্ডব চালাবে। ভারতের আবহাওয়া অফিস আইএমডি থেকে এসব তথ্যই জানানো হয়।
এর আগেই অবশ্য চেন্নাই ও উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। ফুঁসছে সমুদ্র। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। রোববার ভোর ৪টা পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৫৫টি বিমান। বিঘ্নিত ট্রেন পরিষেবা।
ভারী বৃষ্টিতে ইতিমধ্যে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় পানি জমেছে। এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বন্ধ রয়েছে চেন্নাই বিমানবন্দর। তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস।
তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিভিন্ন এলাকায় দুই হাজারের বেশি ত্রাণশিবির খুলেছে। উপকূল এলাকা থেকে সাড়ে ৪০০-র বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে চেঙ্গলপট্টু ও কালপক্কমের শিবিরে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। পরিস্থিতির ওপর নজর রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।