কাল মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৪৬৩ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৫৪ রানে জিতেছিলো টাইগ্রেসরা।
এই জয়ে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। সকাল ১০টায় মিরপুরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।