দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার থামি তসোলেকিলে, লনওয়াবো তসোৎসোব এবং ইথি এমবালতিকে গ্রেফতার করা হয়েছে। ১৮, ২৮, ২৯ নভেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
এই তিন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা টি-টোয়েন্টি র্যাম স্ল্যাম চ্যালেঞ্জ ২০১৫/১৬-তে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। ডিপিসিআই-এর দুর্নীতি তদন্ত ইউনিটের তদন্তের পর এই গ্রেফতারি।
"দুর্নীতি প্রতিরোধ আইন, ২০০৪ (PRECCA) এর ধারা ১৫ অনুযায়ী তসোলেকিলে এবং তসোৎসোবের বিরুদ্ধে পাঁচটি দুর্নীতির অভিযোগ রয়েছে। ২৯ নভেম্বর, ২০২৪ তারিখে তাঁরা প্রিটোরিয়ার বিশেষ বাণিজ্যিক অপরাধ আদালতে হাজির হন।"
ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমান দলের উপর ম্যাচ গড়াপেটার কলঙ্কজনক ঘটনার প্রভাব পড়েনি।