ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ার পাশে থাকার ঘোষণা রাশিয়া ও ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ৪৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ায় চলমান বিদ্রোহ দমনে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সিরিয়ায় হামলা হচ্ছে।’ এ সময় ল্যাভরভ বলেন, ‘সিরিয়ায় বিদ্রোহী হামলা দমনে রাশিয়া পাশে থাকবে।’

দুই মন্ত্রীর ফোনালাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী আক্রমণের কারণে সিরিয়ার পরিস্থিতির বিপজ্জনক উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীরা সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যৌথ প্রচেষ্টা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও সিরিয়া ইস্যু নিয়ে টেলিফোনে কথা বলেছেন সের্গেই ল্যাভরভ।

গত বুধবার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী আলেপ্পো শহরে হামলা চালায়। এরপর গতকাল শনিবার আলেপ্পোর বেশির ভাগ এলাকা বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে বিবিসি জানিয়েছে, আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে গত কয়েক দিনে সিরিয়ার সামিরক বাহিনীর ডজনের বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিদ্রোহীদের ঠেকাতে সিরিয়ার পাশে দাঁড়িয়েছে রাশিয়া। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, আলেপ্পোর বিভিন্ন এলাকা সিরিয়ার সেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আক্রমণ হয়েছে। দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিরিয়া সরকারের পাশে আছে মস্কো।’

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার পাশে থাকার ঘোষণা রাশিয়া ও ইরানের

আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় চলমান বিদ্রোহ দমনে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সিরিয়ায় হামলা হচ্ছে।’ এ সময় ল্যাভরভ বলেন, ‘সিরিয়ায় বিদ্রোহী হামলা দমনে রাশিয়া পাশে থাকবে।’

দুই মন্ত্রীর ফোনালাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী আক্রমণের কারণে সিরিয়ার পরিস্থিতির বিপজ্জনক উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীরা সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যৌথ প্রচেষ্টা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও সিরিয়া ইস্যু নিয়ে টেলিফোনে কথা বলেছেন সের্গেই ল্যাভরভ।

গত বুধবার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী আলেপ্পো শহরে হামলা চালায়। এরপর গতকাল শনিবার আলেপ্পোর বেশির ভাগ এলাকা বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে বিবিসি জানিয়েছে, আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে গত কয়েক দিনে সিরিয়ার সামিরক বাহিনীর ডজনের বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিদ্রোহীদের ঠেকাতে সিরিয়ার পাশে দাঁড়িয়েছে রাশিয়া। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, আলেপ্পোর বিভিন্ন এলাকা সিরিয়ার সেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আক্রমণ হয়েছে। দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিরিয়া সরকারের পাশে আছে মস্কো।’